এনামুল হক ইমন কুমারখালী প্রতিনিধি :
‘উষ্ণতা পৌঁছে যাক মানুষের দুয়ারে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল কুমারখালী থানা ও পৌর শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নে ৫০ টি অসহায়,দরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়। কুমারখালী পৌর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পদপ্রার্থী ও কুমারখালী থানা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী আশরাফুল আলমের নেতৃত্বে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, পৌর ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী হাসানুর রহমান হাসান, থানা ছাত্রদলের সাবেক সদস্য ও যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ন-সম্পাদক এস.এম.সুমন মাহমুদ, কুমারখালী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন সুজন, পৌর ছাত্রদলের যুগ্ন-সাধারন সম্পাদক ও ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিপ্লব প্রমুখ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুমারখালী পৌর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র সহ-সভাপতি, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক পদপ্রার্থী ও কুমারখালী থানা ছাত্রদলের আহবায়ক পদপ্রার্থী আশরাফুল আলম জানান, করোনাকালীন সময়ে তারা অসহায়দের মাঝে খাদ্য দ্রব্য থেকে শুরু করে বিভিন্ন চাহিদা পুরনের চেষ্টা করে যাচ্ছেন। যার ধারাবাহিকতা এখনো চলমান রয়েছে।