মুক্তির বার্তা ডেস্ক।
আশ্রয়ণের অধিকার ‘শেখ হাসিনার উপহার’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে।
শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্স আনুষ্ঠানিক ভাবে ঘর বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন সময়ে শেখে হাসিনা সরকারের নেয়া উন্নয়নমূলক কাজের সচিত্র প্রতিবেদন তুলে ধরা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য ৬৬,১৮৯টি বাড়ি এবং প্রত্যেকের জন্য একখণ্ড জমি প্রদান কার্যক্রম উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিহীন ও গৃহহীনদের মাঝে গৃহ প্রদান কর্মসূচিতে কুষ্টিয়া জেলার ১৫৬ টি বাড়ির চাবী ও দলিল ভূমিহীন ও গৃহহীনদের মাঝে তুলে দেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন, ভাইস চেয়ারম্যান কাশেম জোয়ার্দ্দার, উপজেলা নির্বাহী অফিসার লিংকন বিশ্বাস, কু্ষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জজামান ডাবলু, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, মিরপুর প্রেসক্লাবের সভাপতি কাঞ্চন হালদার, দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি শরীফুল ইসলাম, দৌলতপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফিরোজ কায়সারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।