রাশিদুল ইসলাম রাসেল, #
অতীতের যে কোন সময়ের তুলনায় উজান গ্রাম ইউনিয়নের রাজনীতিতে প্রবীণ ও বর্তমান অাওয়ামীলীগের সকল নেতা কর্মীরা সক্রিয় হচ্ছে শেখ রেহেনা মজিদ চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার কথা জেনে। তরতর করে উপরে উঠছে বিশিষ্ট শিক্ষানুরাগী সদর থানা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সমাজ সেবক শেখ রেহেনা মজিদ গ্রহনযোগ্যতা ও জনপ্রিয়তার স্কেলের পারদ। অভিষেক ঘটতে পারে উজান গ্রাম ইউনিয়ন পর্যায়ে শাসক দলের সর্বোচ্চ পদে। একজন স্বপ্নরানী উন্নয়নকামী এবং কর্মপ্রিয় জনদরদী চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রেহেনা মজিদ ।
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্টবিঙ্জানে মাস্টার্স শেষ করে সংসার জীবন তার শুরু। কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার পাশাপাশি বঙ্গবন্ধুর অার্দশে অনুপ্রানিত হয়ে রাজনীতিতে বেশ ভূমিকা ছিল সক্রিয় ।তিনি কুষ্টিয়া উন্নয়নের রুপকার মাহবুব -উল অালম হানিফ ভাই এবং কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান অাতাউর রহমান অাতার অার্দশে সম্মান করে জনগনের সেবক হিসাবে কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসী জানান, রেহেনা মজিদ কে অামরা বিপদে-অাপদে ও সুখে -দুঃখে পাশে পাই এবং সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি।
শেখ রেহানা মজিদ দৈনিক মুক্তির বার্তাকে বলেন, উন্নয়নের মহা সড়কে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তারই ধারাবাহিকতায় কাজ করে চলেছেন জনগনের প্রাণ
অামি বঙ্গবন্ধুর অার্দশে অনুপ্রাণিত হয়ে এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থেকে কাজ করে যেতে চাই।