মুক্তির বার্তা ডেস্ক।
কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে শস্য ক্ষেত থেকে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে মৃত ব্যক্তির বাড়ীর ৫০০ মিটার দুরে তার লাশ পাওয়া গেছে।
মৃত ব্যক্তি বাগুলাট ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে আমিরুল ইসলাম ওরফে সবুর(৪৫)।
পারিবারিক সুত্রে জানা যায়, রোববার রাতে আমিরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। তারা ভোরে লোকমুখে শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমিরুল ইসলামের লাশ দেখতে পায়। আমিরুল ইসলাম কৃষি কাজ করতো বলে জানান তারা।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) মোঃ রাকিব হাসান জানান, লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহ্ন নেই। লাশ দেখে মনে হচ্ছে অনেক আগে মারা গেছে। লাশ অনেক শক্ত হয়ে গেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট আসার আগে এটা হত্যা না স্বাভাবিক মৃত্যু নিশ্চিত করে বলা যাচ্ছেনা।