তালবাড়িয়ার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই
মুক্তির বার্তা ডেস্ক ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ৩নং তালবাড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে, এক ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডল। প্রধান বক্তার বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামীলীগ সদস্য শেখ আমিরুল ইসলাম। ৯নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তালবাড়িয়া ইউনিয়ন পরিষদ সচিব দিলরুবা শারমিন। অন্যান্য অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড মেম্বার লুৎফর রহমান, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজির আলী, তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন তালবাড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক টনি মন্ডল
অনুষ্ঠানে বক্তরা চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলের প্রশংসা করে বলেন, গত ৫ বছরে নজীর বিহীন উন্নয়ন দেখেছে তালবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বাসি। চেয়ারম্যান সরকারী বরাদ্দের বাইরেও স্কুল, মাদ্রাসা, গোরস্থান মসজিদ, মন্দিরে নিজের ব্যাক্তিগত অর্থায়নে উন্নয়ন মূলক কাজ করেছে। তৃনমূলের দাবি আরো এক বার তারা হান্নান মন্ডলকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল বলেন, জনগনের দাবি অনুযায়ী আমি বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি। কালভাট, পুল, ছোট সেতু নির্মাণ করে দিয়েছি। মসজিদ, মাদরাসা, স্কুলে নিজ উদ্যোগে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছি। কাঁদা আর ধূলয় নিমজ্জিত প্রায় ১৪০০ মিটার নতুন পাকা সড়ক নির্মাণ কাজ করেছি। ৯নং ওয়ার্ডের মানুষের কথা চিন্তা করে একটি ভূমি অফিস করার ব্যাবস্থা করেছি। তাই জনগনের উন্নয়ন করার জন্য আরো একবার সুযোগ চাই। আগামী দিনে তালবাড়িয়ার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। আরো একবার নৌকার কান্ডারী হতে চাই। এ সময় দলীয় নেতা-কর্মীসহ সাধারণ মানুষের সতফূত অংশ গ্রহণ লক্ষ করা যায়।