মাহমুদ হাসান #
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদে জননেতা মাহবুব-উল-আলম হানিফ এমপি এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কুষ্টিয়ার উন্নয়নের উপকার জননেতা মাহবুব-উল-আলম হানিফ এর পক্ষ থেকে আজ শীতবস্ত্র বিতরণ করেন কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের জননন্দিত চেয়ারম্যান শহর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান আতা। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের রেজাউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান চেয়ারম্যান সফর উদ্দিন। এ সময় জননেতা আতাউর রহমান আতা বলেন, কুষ্টিয়ার মাটি ও মানুষের নেতা জননেতা মাহাবুব উল আলম হানিফ এমপি কুষ্টিয়ারউন্নয়নের পাশাপাশি জনগণের জীবনমান উন্নয়নে সকল সময় খোঁজ খবর রাখেন ব্যক্তিগত প্রচেষ্টায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। করণা সমকালীন সময় জেলার মানুষকে দারিদ্রতামুক্ত রাখতে খাদ্য সামগ্রী সহ অর্থ সহায়তা করা হয়েছে।আগামীতে কুষ্টিয়ার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আলম হানিফ শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সহযোগিতা ও সমর্থন জনোনেত্রী মনোনীত প্রার্থীদের পক্ষে থাকবে এই প্রত্যাশা রাখি।