মুক্তির বার্তা ডেস্ক।
আজ ২ ফেব্রুয়ারি, কুষ্টিয়া সদর উপজেলা ১ নং হাটশ হরিপুর বাজারে উপর সকাল ১১ টার সময় দুই কিশোরকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। জানা যায় সকাল বেলায় হরিপুর ৩ নং ওয়ার্ডের ইলেকট্রিক মিস্ত্রি আব্দুল কুদ্দুসের ছেলে তামিম ইসলাম জয় ( ১৯) মোটরসাইকে চালিয়ে হরিপুর ৮ নং ওয়ার্ডের শালদাহ গ্রামে গেলে রাস্তা পাড়াপার কে কেন্দ্র করে ঐ এলাকার আকমালের ছেলে আকাশ ( ১৭) ও আলাউদ্দিনের ছেলে ইমন ( ১৮) এদের মধ্যে কথা কাটাকাটির এক পরযায় তামিম ইসলাম জয় ও তার বন্ধু সাগরকে মারধর করে। তারই জেরধরে সকাল ১১ টায় হরিপুর বাজারের উপর জয়। ইমন ও আকাশকে ছরি দিয়ে আঘাত করে। স্থানীয় দোকানীরা তামিম ইসলাম জয়কে ধরে পুলিশে দেয়। অাহত অবস্থায় স্থানীরা দুইজনকে অটোরিক্সায় করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তারা চিকিৎসাধিন রয়েছে।
এব্যাপারে কুষ্টিয়া মডেল থানার সাথে কথা বললে জানান তামিম ইসলাম জয় নামে এক জনকে আটক করা হয়েছে।