নিজস্ব প্রতিনিধি।
কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল খাজানগর সাবেক বীর মুক্তিযোদ্ধার কমান্ডার আজগার আলিকে মোবাইল মারফতে প্রান নাশের হুমকি প্রদান,খোজ নিয়ে জানা যাই ৩০/০১/২১ইং তারিখে মুক্তিযোদ্ধার যাচাই বাছাই পর্ব শুরু হলে স্হানীয় কিছু জনক ও নাম ধারি মুক্তিযোদ্ধা নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দাখিল করলে তার পর থেকে শুরু হয় হুমকি ধামকি,বিভিন্ন ভয়ভীতি,অভিযোগ তুলে নিতে বলে বিভিন্ন মাধ্যমে নারাজী হলে।বটতৈল স্হানিয় নেতা আবু হানিফের মোবাইল নাম্বার দিয়ে গত ০২/০২/২১ ইং তারিখে ৭ঃ৪৮ মিনিটে প্রান নাশের হুমকী প্রদান করে এবং পড়ের দিন সকালে সাংবাদিক পরিচয়ে দিয়ে ৪জন ব্যক্তি ভয়ভিতী দেখিয়ে ভিডিও ধারন করে।মোবাইল নাম্বারটিতে আমরা ফোন দিলে আবু হানিফ নামে পরিচয় দেয় গ্রাম বটতৈল তিনি বলে আজগার কে আমি চিনি তবে তাকে আমি কোন হুমকি, বা ভয় ভীতি প্রদান করিনায় তার সাথে আমার মোবাইল ফোনে কোন প্রকার কথা হয় নায়। বীরমুক্তিযোদ্ধা আজগার প্রান নাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে,তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকায় তিনি,তিনি ভারতিয় মুক্তিযোদ্ধাদের সিরিয়ালে রয়েছে যার নাম্বার ৪৯৩০০ ও লাল মুক্তিবার্তা সিরিয়ার রয়েছে ক্রমিক নং ০৪১১০১০০২৪,মুক্তি যোদ্ধার সনদ নাম্বার০১৫০০০০২২৭০,দিন দিন সোনার ছেলেরা আজ অবহেলিত আর কত মৃত্যুর সম্মুখীন হতে হবে।এদেশে স্বাধীনতা এনেছিলো কি হুমকির সম্মুখিন হওয়ার জন্য।তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রান ভিক্ষা চেয়েছে বঙ্গবন্ধুর নেত্রীতে যুদ্ধকরে আজ হুমকির মুখে,দোষীদের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানিয়েছে। এবিষয় কুষ্টিয়া মডেল থানায় একটি ডায়েরী অন্তভুক্ত করা হয়েছে যার ডায়েরী নং ১৮২।