কাঁচেরকোল ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ ইমরান মিয়া ডিস
বাবু সহ ৫ জন নিরীহ ছেলে কে মিথ্যা অপহরণ মামলায় ফাঁসানোর অপচেষ্টা করছে
মনিরুজ্জামান মনির নামের এক ব্যক্তি। ঝিনাইদাহ জেলার শৈলকূপা উপজেলার
কাঁচেরকোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ইমরান মিয়া (ডিস
বাবু), জাহাঙ্গীর শেখ (২৮), বিলাল শেখ (৩৫), আশরাফুল মিয়া (৩২), সোহেল
মিয়া (৩৩), স্বপন বিশ্বাস (৩২) নিরীহ ছেলে কে মিথ্যা অপহরণ মামলা দিয়েছে
শৈলকুপা থানায়। এজাহারে উল্লেখ আছে ২ তারিখ রাত আনুমানিক ১০ ঘটিকার সময়
কচুয়া বাজারের ব্রিজের উপর থেকে তাকে অপহরণ করে মাইক্রো বাসে জোরপূর্বক
তুলে চোখ মুখ ও হাত পা বেঁধে ফেলে এবং তার কাছ থেকে ক্যামেরা ও মোবাইল
ফোন এবং নগদ ৫ হাজার টাকা সহ মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে দাবি করেছে
মনিরুজ্জামান মনির। সে রাতে মনিরুজ্জামান অপহরণ হয়। ঐ রাতে তিনি ধাউরা
বাজার মমিনের বাড়িতে রাত যাপন করেন। এ বিষয়ে নিশ্চিত করেছেন ওই সময়ে ওই
বাড়ির মালিক মোঃ মমিন এবং ৩ তারিখ বুধবার তাকে এলাকায় সুস্থ ও স্বাভাবিক
ভাবে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। এটা নিশ্চিত হয় এলাকাবাসীর বক্তব্যে
ও সিসি ফুটেজ এর মাধ্যমে সুনিশ্চিত হওয়া যায়। এ বিষয়ে আমরা কাঁচেরকোল
ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. সালাউদ্দিন জোয়ার্দার মামুনের সাথে কথা হলে
তিনি বলেন, ওই সময় আমাদের এলাকায় একজন মুক্তিযোদ্ধা মারা যায়। সে রাতে
ডিস বাবু আমার সাথেই ছিলো। পরে শুনি তার নামে নাকি অপহরণ মামলা হয়েছে।
আমিও হতবাক হয়ে গেছি, কারণ ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এটা
একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। যে বাসায় মোহাম্মদ মনিরুজ্জামান মনির
অপহরণ হয়ে রাতযাপন করেন। আমিও সেই বাড়ির মালিকের সাথে কথা বলে নিশ্চিত হই
এবং আমার এলাকারই একজন রাজমিস্ত্রি ঐ বাসায় কাজ করেন। সে বলে ভাই
মনিরুজ্জামান মনির সারারাত তো আমাদের সাথে ছিলো। সে আমাকে বলল আমি ঢাকা
যাব আমাকে ভোর বেলায় ডেকে দিবেন। আমাদের সাথে খাওয়া-দাওয়া করলো, সেই
অপহরণ হয়েছে এ বিষয়ে তো আমরা কিছুই জানিনা। পরে বাড়িতে আসলে শুনি যে সে
নাকি অপহরণ হয়েছে। আসলে আমার কাছে মনে হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন।
মামলার তদন্ত অফিসার উত্তম কুমার পালের সাথে কথা হলে তিনি বলেন, আমরা এই
মামলার তদন্ত করছি, সঠিক তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যে
দোষী হবে তাকে আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে এলাকাবাসীরা জানান প্রশাসন
এর সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থার জোড় দাবি জানিয়েছে।