দৈনিক মুক্তির বার্তা পরিবারের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১ টার সময় কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শওকত কবিরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুক্তির বার্তা প্রকাশক ও সম্পাদক।
কুষ্টিয়া মডেল থানায় নব্য যোগদানকৃত অফিসার ইনচার্জ শওকত কবিরের সাথে দৈনিক মুক্তির বার্তা প্রকাশক ও সম্পাদকের সাথে আলাপচারিতার মাঝে তিনি বলেন, আমি কুষ্টিয়া বাসিকে মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনার চেষ্টা করবো আপনারা আমাকে সহযোগিতা করবেন, সেই সাথে কুষ্টিয়া সদর উপজেলা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমি আমার সাধ্যমত চেষ্টা করে যাবো আপনারা আমাদের সহযোগিতা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মুক্তির বার্তা নির্বাহী সম্পাদক বেলাল হোসেন, বার্তা সম্পাদক আব্দুল আলিম, স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম।