কুষ্টিয়া শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়ক থেকে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী বিপ্লব কে আটক করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়ক রোডের আমলা পাড়া এলাকা থেকে আটক করে। জানা যায়, বিপ্লব (৩২) শহরের লাহিনী বটতলা মতিয়ারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিপ্লব দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছিল।সে মোটরসাইকেল যোগে বিভিন্ন এলাকায় মাদক সেবিদের কাছে ফেনসিডিল পৌঁছে দেয়। এই কাজে ব্যবহার করা হয় দামি দামি মোটরসাইকেল। আজ (TVS RTR-160 4V যার নাম্বার প্লেটে রেজিস্ট্রেশন নং কুষ্টিয়া-ল-১২-৪৬১৫) এই মোটরসাইকেল যোগে এক মাদক সেবির কাছে ফেনসিডিল পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল। এসময় এস আই সাহেব আলী ও এ এস আই আসাদ উক্ত মোটরসাইকেল সহ বিপ্লবকে আটক করে থানায় নিয়ে যায়। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শওকত কবিরের আমি বাহিরে ছিলাম তবে শুনেছি। বিপ্লবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।