সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচীর অংশহিসেবে বৃহস্পতিবার সকাল ১১টায় সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপি’র সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট এর পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ খান হাসান,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান ও জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ প্রমুখ। শেষে সদ্য কারামুক্ত জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসকে জেলা বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তাকে ফুলের মালা দিয়ে সংবর্ধিত করেন।
এসময় বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।