কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের ফসলি জমির মাটি কেটে অবৈধ ট্রলি ও লাটা হাম্বা গাড়ী করে বিক্রি করছে মাটি কাটার ঘটনায় জড়িত ওই ব্যক্তির নাম জমির। তাঁর বাড়ি বালিয়াপাড়া এলাকায়। তাঁর সঙ্গে প্রভাবশালী সাথে সম্পর্ক রয়েছে বলে তিনি জানান। কুষ্টিয়ার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের,রঞ্জিতপুর,সোনাইডাংগা,বারুইপাড়া গ্রামের মাঠের পাশ ঘেষে বয়ে গেছে জিকে খাল।২০২০ সালের শুরুর দিকে জিকের আওতায় এই খাল খনন করে।মাটি রাখা হয় খালের দুই পাশে।বন্যার সময় এই জিকের খালের উপর দিয়ে পানি প্রবাহিত হতে না পারে তার জন্য জিকে খালের দুই পাশ উচু করে মাটি দিয়েছিলো জি, কে কতৃপক্ষ । কিন্তু সেই মাটি রাতের অন্ধকারে,দিনের আলোতে কেটে নিয়ে
বিক্রি করেছে এক অদৃশ্য শক্তির বলে ইটের ভাটায় বিক্রি করেছে। স্থানীয় কয়েকজন কৃষক বলেন, ছয় মাস ধরে জমিরে নেতৃত্বে ২০/২৫ জন শ্রমিক নিয়োগ করে ফসলি জমির মাটি কেটে নেওয়া হচ্ছে। তাঁরা প্রতিদিন ১০০_১৫০ ট্রাক মাটি বিভিন্ন ভাটায় সরবরাহ করছেন।
বর্তমানে জমির কুষ্টিয়া – ঝিনাইদহ মহাসড়কের পুর্ব পাশে বালিয়াপাড়া মৌজার ফসলি জমির মাটি দেদারচ্ছে বিক্রি করছে।
সে এলাকার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। এ বিষয়ে জমিরে সাথে কথা হলে তিনি বলেন আমি দীর্ঘদিন যাবৎ মাটির ব্যবসা করে আসছে আমার এই ব্যবসা কেউ বন্ধ করতে পারবে না
বিষয়টি প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।