কুষ্টিয়াঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য রহমত আলী (৩৭) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ রাজেউন)।
শুক্রবার দুপুরে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর আগে দুপুরে বুকে ব্যথা অনুভব হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।সেখানে চিকিৎসাধীন অবস্থায় আধাঘণ্টা পর মারা যান।
তার পরিবারের সদস্য রাশেদুল ইসলাম জানান, দুপুরে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানেই চিকিৎসার কিছুক্ষণ পর মারা যায়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ইকবাল হোসেন জানান, দুপুর ২টা ১০ মিনিটে বুকে ব্যথা অনুভব করছিল এমন একটা রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চিকিৎসা দিয়ে ২ নাম্বার ওয়ার্ডে পাঠানোর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, দুপুরে বুকে ব্যথা অনুভব করলে বাড়ী থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে বেশ হাস্যজ্জল এবং পরোপকারী ব্যক্তি হিসেবে পরিষদের সকল সদস্য সহ সংশ্লিষ্টদের কাছে প্রিয়ভাজন ব্যক্তি হিসেবে পরিচিত ছিল।