পরিবেশ প্রকৃতি, জীব বৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন ও বন্য প্রাণী সুরক্ষা সংগঠন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর কুষ্টিয়া জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ এর সভাপতি এম.জে. এইচ জুয়েল এবং সাধারণ সম্পাদক আব্দুল হক হিরণ এর স্বাক্ষরিত একপত্রে অয়ন নন্দী কে সভাপতি ও তানভীর আহম্মেদ কে সাধারণ সম্পাদক এবং ওয়াসিম আকরাম শিশির কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা কমিটির অনুমোদন দেন।কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ সভাপতি অর্ঘ্য বিশ্বাস,সহ সভাপতি সুমন আহাম্মদ,অরিত্র নন্দী,মোঃমকুল আহম্মদ,মোঃআকবার হোসেন শুভ সাকিব আহম্মেদ সন্জু,বায়েজিদ হোসেন বন্ধন,মোঃ সোহাগ মল্লিক, মেহেদী হাসান জয়,।যুগ্ন সাধারন সম্পাদক তওসিফ তৃপ্ত মীর নবাব রকি,জয় কুমার, আরীফ মাহামুদ ,সাকিব,নোমান, শেখ শাহেদ হোসেন, তন্ময়। সাংগঠনিক সম্পাদক ফাহিম,শুভ,রক্তিম,মিঠুন,মাসুম,মাইমুর,ইফতেকার।দপ্তর সম্পাদক রনি রাজবংশি ,উপদপ্তর সম্পাদক শাফিন আহম্মদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুর হক ইমন,উপ প্রচার প্রকাশনা সম্পাদক মীর সাকিব,অর্থ সম্পাদক অনয় সাহা উপঅর্থ সম্পাদক আশিক,মহিলা বিষয়ক সম্পাদক ইসমত আরা উর্মী, উপ মহিলা বিষয়ক সম্পাদক রিমি। সাংস্কৃতিক সম্পাদক মীর আতিক উপ সাংস্কৃতিক সম্পাদক শাহারিয়ার সাজিদ,ধর্ম সম্পাদক আতিকুর রহমান আকাশ উপ ধর্ম সম্পাদক স্বরুপ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ফয়সাল মাহামুদ ,উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাব্বির।সাস্থ্য বিষয়ক সম্পাদক রেজানুল হক জয়,বন শিল্প বিষয়ক সম্পাদক শাহারিয়ার তন্ময়। পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন। আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক তানভীর আহম্মদ। ত্রান ও দূ্রযোগ বিষয়ক সম্পাদক মো: ইভান আলী। তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আফরান স্বাধীন। শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক তৈহিদুল ইসলাম শান্ত।বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক সাবিত হাসনান। ছাত্র বৃত্তি বিষায়ক সম্পাদক আরিফুল ইসলাম। উপকূলিয় এলাকা বিষয়ক সম্পাদক মোঃইমরান হোসেন। সমবায় বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মোমিন। পরিকল্পনা ও কর্মসূচি বিষয়ক সম্পাদক মোঃ বোরহান আল সাঈদ। যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রবিন জোয়াদ্দার, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মোঃ শুভ হোসেন।
সহ সম্পাদক পল্লব,স্বপ্ন,জিহাদ,আবু নাহিদ,সাকিব,রাজিব,মুনিষ,বাপ্পি।সদস্য প্রীতম মজুমদার,আবু নহিদ,পলাশ,সন্জয়,বাধন,সজল,সোহান,মঈনুল।
নব র্নিবাচিত সভাপতি অয়ন নন্দী বলেন উন্নত দেশগুলা যেখানে বাতাসে কার্বনডাইঅক্সাইড নিঃসরণে ব্যস্ত আমরা কেন পিছিয়ে থাকব। বাতাসে কার্বনের পরিমাণ কমিয়ে আনতে দেশরত্ন শেখ হাসিনা পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছেন, তারই ভ্যানগার্ড হিসেবে ‘সেভ না ন্যাচার অব বাংলাদেশ’ সারাদেশে কাজ করে যাচ্ছে। ১৪ বছরের ঐতিহ্যবাহী সংগঠন সৃষ্টির শুরু থেকেই পাহাড় রক্ষা, নদী রক্ষা, বাংলাদেশের প্রকৃতি রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে।নব র্নিবাচিত সাধারন সম্পাদক রবিন বলেন ‘ OUR CITY OUR RIGHT, SAVE THE NATURE JOIN THE FIGHT. আমাদের জেলা তথা দেশ রক্ষায় আমাদের কমিটির সকল সদস্য শপথ বদ্ধ আসুন সকলে মিলে আমরা আমাদের শহর কে সুন্দর করে তুলি এ বিষয়ে আমি সকলের সহয়োগিতা কামনা করছি। নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকরাম শিশির বলেন বিভিন্ন ব্যক্তি এবং তাদের প্রতিষ্ঠান তাদের স্বার্থে আমাদের সবুজ শ্যামল নদ নদীর কুষ্টিয়া জেলাকে ক্রমাগত দূষন এবং পরিবেশের ক্ষতি সাধন করে চলেছে যার দ্বারা আমাদের শহরের পরিবেশ নষ্ট করছে আমরা দ্রুত তাদের সাথে আলোচনা করব অন্যথায় প্রশাসন এর সহযোগিতায় বাংলাদেশের বণ্য ও পরিবেশ আইনে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের বণ্য পরিবেশ আইনে ব্যবস্থা গ্রহন করব সে যত বড় ব্যক্তি হোক না কেন, আমাদের জেলা আমরা রক্ষা করবই ইনশাল্লাহ।