কুষ্টিয়ার কুমারখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আবুল হোসেন তরুন অডিটোরিয়াম চত্বরে এই আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম খান এর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তামান্না তাসনীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, উপজেলা মুক্তিযুদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযুদ্ধা এটিএম আবুল মনছুর মজনু,বীর মুক্তিযুদ্ধা চাঁদ আলী প্রমুখ।