বর্তমান যুব সমাজ এক ঘেয়েমি সময় কাটায়। পড়াশোনার পাশাপাশি মোবাইল,ইন্টারনেট আর ফেজবুক নিয়ে ব্যস্ত থাকে। ফলে কুড়েমি, দুশ্চিন্তা আর শক্তিহীনতায় ভোগে।এভাবে থাকতে থাকতে এক সময় মাদকের দিকে ধাবিত হয়। কিন্তু নিয়মিত খেলাধুলা করলে সমাজ থেকে মাদক নির্মুল করা যায় বলে মনে করেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগ এর বিপ্লবী সাধারন সম্পাদক কুমারখালী পৌরসভার সম্মানিত মেয়র জনাব আলহাজ্ব সামছুজ্জামান অরুন।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া কুমারখালী উপজেলাধীন কুমারখালী স্পোটিং ক্লাব মাঠে কুমারখালী পৌরসভা কর্তৃক আয়োজিত টি-২০ ক্রিকেট টুণামেন্ট -২০২১ এর খেলা উদ্বোধন কালে এ কথা বলেন।
তিনি বলেন খেলাধুলা পড়াশোনার একটা অবিচ্ছেদ্দ অংশ। প্রতিটি মানুষকে নির্ধারিত কাজের পাশাপাশি নিয়মত খেলাধুলা করা উচিৎ। এতে শরীর ও মন ভাল থাকে। বর্তমান সমাজে যুবকেরা মাদকের পথে পা বাড়াই। কিন্তু তারা যদি নিয়মিত খেলাধুলা করে তাহলে মাদকের কালো থাবা থেকে রক্ষা পাবে। একই সাথে মাদক মুক্ত সুন্দর,সুশৃঙ্খল,পরিবেশ বান্ধব সমাজ তথা দেশ গড়া যাবে।
এসময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জনাব শাহজাহান আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক রিস্তাক করিম, পৌর আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আকতারুজ্জামান নিপুন, পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম.রফিক, প্যানেল মেয়র হারুন অর রশিদ হারুন, পৌর ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন পাপ্পু সহ এলাকা বাসীর একাংশ।
টুর্নামেন্ট এর প্রথম রাউন্ডের প্রথম খেলায় অংশ গ্রহন করেন কুমারখালী স্পোর্টিং ক্লাব বনাম তেবাড়িয়া দিশারী ক্লাব।