কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও জাতীয় স্মার্ট কার্ড বিতরণের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়েছে।
“বয়স যদি আঠারো হয় ভোটার হতে দেরী নয়” শ্লোগানকে সামনে রেখে কুমারখালী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না তাসনীম। উপজেলা নির্বাচন কর্মকর্তা শিরিনা আক্তার বানুর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ আকুল উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরে আলম সিদ্দিকী, সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ আলী, মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু,সদকী ইউপির সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চাঁদ আলী সহ অনেকে।