কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেউড়িয়া লালন শাহ মাজারের সামনে লাইসেন্সবিহীন প্রাইভেট কার- এর চাপায় কলেজ ছাত্র সৌরভ (১৮) গুরুত্বর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময়। ছেউড়িয়া গ্রামের মৃত্যু লাল মহম্মদের ছেলে সৌরভ হোসেন।
আহত পরিবার থেকে জানা যায়, ঘটনার সময় প্রাইভেট কার অজ্ঞাত নামা একটি গাড়ি বেপরোয়াভাবে নিয়ন্ত্রণ হারিয়ে লালন শাহ মিষ্টি ভান্ডার দোকানের পাশে থাকা সৌরভকে চাপা দিলে গাড়ীর মালিক পালিয়ে যায়।
স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্র সৌরভ কে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল হাসপাতালে প্রেরণ করা হয়। লাইসেন্সবিহীন প্রাইভেট কার কুমারখালী থানা পুলিশের হেফাজতে আসে।