কুষ্টিয়া পূর্ব মজমপুরের পুলিশ লাইনের সামনে শাহিন ম্যানশনের মালিক শাহিন এর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী স্ত্রী সংসার বাচাতে কুষ্টিয়া পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
ভুক্তভোগী স্ত্রী জানান, “পারিবারিকভাবে শাহিনের সাথে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামীর আচরন লক্ষ করেন তিনি। আস্তে আস্তে জানতে পারেন তার স্বামী পরকিয়ায় আশক্ত। সংসারের দিকে তার কোন খেয়াল নেই। ছেলে মেয়ের লেখা পড়ার খরচসহ সংসারের কোন খরচও বহন করে না। প্রতিবাদ করলে ছেলে মেয়ে সহ তার উপর নির্যাতন করতে থাকে। পূর্বে মারধর ও নির্যাতনের ঘটনায় শাহিনের নামে থানায় অভিযোগ করে । ভুক্তভোগী আরও জানান,বলেন আমার বিয়ের সময় দেনমোহরের ২লক্ষ টাকা করার কথা থাকলেও আমার শশুর সুকৌশলে ১লক্ষ টাকা করে তার পর থেকেই আমার উপর শুরু হয় নির্যাতন আজ ১৯ বছর ধরে আমার উপর চলছে এই অত্যাচার। আমি আমার স্বামী শাহিনের ভয়ে ছেলে মেয়ে দুইটার মুখে ভাল কোন খাবার তুলে দিতে পারিনা।
এ বিষয়ে শাহিনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।