আজ বাবার পঞ্চমতম মৃত্যুবার্ষিকী।১০ শে মার্চ ২০১৬ ইং তারিখে আমার বাবা মরহুম নিজাম উদ্দিন পশ্চিম মজমপুর থানা সদর জেলা কুষ্টিয়াতে মৃত্যু বরন করেন।পশ্চিম মজমপুর মসজিদ সহ আমার গ্রামের বাড়ীতে কোরান তোলেয়াত,কবর জিয়ারতএবং এতিমদের খাবার বিতরণের সময় এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। আমি তার বড় ছেলে হাফিজুর রহমান (হাবিল) সবাই কাছে আমার বাবার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমার বাবাকে জান্নাত বাসী করেন। মৃত্যুকালীন সময় তিনি ২ পুত্র ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীতে প্রতিটি সন্তানের কাছে বাবা পরমারাধ্য আমার জীবনেও বাবা প্রিয় মানুষ শ্রেষ্ঠ সম্পদ। বাবার স্নেহ-আদরে বড় হয়েছি। বাবার পবিত্র মুখখানি যখনই চোখের সামনে ভেসে ওঠে মনে হয় এখনি বাবার কাছে ছুটে যাই। জন্ম থেকে পরিণত বয়স পর্যন্ত প্রতিটি ধাপে বাবা যত্ন করে আমায় গড়ে তুলেছেন। বাবা ছাড়া এক মুহূর্তও থাকতে পারতাম না। শৈশব আর কৈশোরের সেই দিনগুলোর কথা ভাবলে দুচোখ ভিজে আসে। প্রতিদিন বাড়ি থেকে বাহিরে যাওয়ার প্রাক্কালে কাছে টেনে পরমাদরে কপালে চুমু খেয়ে সার্বিক সাফল্য কামনায় প্রাণভরে দোয়া করতেন বাবা। বাবার কোমল স্মৃতি খুব মনে পড়ে।