ছোট কাল থেকেই শুটিং, ক্যামেরা ও ক্যামেরার ফ্রেম এর প্রতি প্রচুর মনোভাব দেখা দেয় ছেলেটার প্রতি।
বলছি, কুমারখালীর এক সপ্ন বাজ তরুণের গল্প। নাম আকিবুল ইসলাম আপন।
ভালোবাসেন ফটোগ্রাফি।
ইচ্ছে জাতীয় মানের ফটোগ্রাফার হবার।
প্রস্তুুতি নিচ্ছেন প্রতিনিয়ত।
ভালোবাসেন সাংস্কৃতিক, পছন্দ করেন ফটোগ্রাফি।
ব্যাচলর প্যয়েন্ট নাটক এর পরিচালক, কাজল আরফিন অমি এর কাজ অনেক ভালো লাগে তার।
আপনের প্রতিভায় মুগ্ধ কুমারখালী বাসী ।
ইচ্ছে শক্তি ও দক্ষতায় সপ্ন বুনছে আপন।
অনেক অনেক শুভকামনা আপুনের জন্য ।
তৈরি হও সপ্ন য়াএার লক্ষ্য ।
শুভকামনা রইলো,,
আকিবুল ইসলাম আপনের জন্য,,,