কুষ্টিয়ার মিরপুরে পুলিশ অভিযান চালিয়ে ৬শ’ পিচ ইয়াবাসহ মিনি ওরফে আয়েশা খাতুন (৪৫) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে।
সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী।
বুধবার (১০ মার্চ) সকালে জেলার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন পরিষদের পাশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই এবাদ আলীর মোল্লার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময়ে তার দেহ তল্লাশী করে ৬শ’ পিচ ইয়াবা ও মাদক বিক্রয়ের ১৫ হাজার টাকা উদ্ধার করেছে বলে দাবী করে পুলিশ।
এ ব্যাপারে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) এর ১০(ক) ধারা একটি মামলা হয়েছে।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।