কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মরহুম বায়োজিদ বিশ্বাস ও সাবেক শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মরহুম আফাজ উদ্দিনের স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার প্রাণ পুরুষ,কুষ্টিয়ার উন্নয়নের রূপকার,কুষ্টিয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জননেতা জনাব মাহবুব -উল-আলম হানিফ মহোদয়।
উক্ত স্বরণ সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন খান এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজগার আলী, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কুষ্টিয়া ৪-আসনের সংসদ সদস্য আলতাব হোসেন জর্জ।এছাড়া আরো অনেক নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।