আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে –
মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা’র রাজনৈতিক উপদেষ্টা মরহুম হোসেন তওফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে ৯ নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেদায়েতুল আলম ( আলম রেজা) এর সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।।
এ সময় উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ- সভাপতি মিজানুর রহমান (বিএসসি),হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, আব্দুল্লাহেল কাফি, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল মান্নান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ রেজাউল করিম,সহ ইউনিয়ন আওয়ামীলীগের সকল ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ, সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উক্ত শোকসভায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাজনৈতিক উপদেষ্টা হোসেন তোওফিক ইমাম (এইচ টি ইমাম), জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রয়াত মোঃ নাসির উদ্দীন এর আত্মার মাগফেরাত কামনা সহ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে ।