আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার১৬ মার্চ দুপুর ২ টায় উল্লাপাড়া উপজেলা পরিষদের হলরুমে এম.পি তানভীর ইমাম ২৩৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে মোট ২১ লক্ষ ৯৮ হাজার ৪ শত টাকা প্রদান করেন।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিুকল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মোতালেব, পৌর মেয়র এস, এম নজরুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।