আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্তৃক আয়োজিত জেলা প্রশাসন সিরাজগঞ্জ এর সার্বিক তত্ত্বাবধানে এবং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি ও রাজশাহী সিল্ক এ্যান্ড বেনারশী জামদানী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী সহযোগিতায়-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মাস ব্যাপী বিসিক শিল্প ও পণ্য মেলা-২০২১` শুরু হয়েছে।
মঙ্গলবার ১৬ মার্চ বেলা ১১ টায় শহরে খান সাহেব এর ঈদগাহ মাঠ সংলগ্ন মতিলালের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং কেক কর্তন করে মেলার শুভ উদ্বোধনী ঘোষণা করেন, সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না ।
অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন , অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল মোঃ স্নিগ্ধ আখতার, পিপিএম, রাজশাহী বিসিক আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ , সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সূর্য, বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব ইসাহাক আলী , ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মামুনুর রশীদ মামুন , রাজশাহী সিল্ক এ্যান্ড বেনারশী জামদানী ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানী মোঃ রহিদুল ইসলাম রহিম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহা উদ্দিন ফারুকী প্রমূখ।
এমপি মুন্না বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মেলার আয়োজন করেছে বিসিক শিল্প ।স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে যাতে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন।স্বাগত বক্তব্য রাখেন , বিসিক শিল্পের এজিএম মোঃ সাজেদুল ইসলাম।
এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি এবং দৈনিক যুগের কথা পত্রিকার সম্পাদক হেলাল উদ্দিন , সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ , ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন তারা সহ দলীয় নেতাকর্মী ও উদ্যাক্তারা সহ সাংবাদিক বৃন্দ এলাকার রাজনৈতিকব্যক্তিবর্গ ও গণ্যমান্যব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য মেলায়, ৯০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, পরিবেশবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের অভ্যন্তরীণ সাজ-সজ্বা সামগ্রী, পরিবেশবান্ধব ইট, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশিয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তাগণ।