বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নতুন প্রকল্প Right to Information for Good Governance (R2iG) এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মার্চ -২০২১) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন‘ সম্মেলন কক্ষে সভার আয়োজন করেন, বাস্তবায়নকারী সংস্থা এনডিপি।
সভায় এনডিপি’র পরিচালক (কর্মসূচী) মোহাঃ শাহ্ আজাদ ইকবাল এর শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
এ সময় প্রধান অতিথি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং প্রকল্পের উত্তোরত্তর সফলতা কামনা করেন। প্রকল্পটি দ্যা এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে সিরাজগঞ্জ জেলার ৪টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। খোলা আলোচনায় উপস্থিত সকলে প্রকল্প বাস্তবায়নে যেসকল বিষয় সম্পৃক্ত করা যেতে পারে সেদিকেও আলোকপাত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ শরাফত ইসলাম, জেলা দায়রা জজ নাদিরা সুলতানা, সহকারি কমিশনার মোঃ মাসুদুর রহমান প্রমুখ । এছাড়াও বক্তব্য রাখেন, কৃষি সম্প্ররসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু হানিফ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কানিজ ফাতেমা, জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মোঃ তাবিবুর রহমান ,
জেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক , সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ হেলাল আহমেদ, জেলা ব্র্যাক সমন্বয়কারী মোঃ রইস উদ্দীন, পি ডব্লিউ ডি’র নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস, এম নাসিম রেজা নূর দিপু সহ শিক্ষা কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
সভার উদ্দেশ্য ও প্রকল্পের বিষয়বস্তু বিস্তারিত উপস্থাপন করেন, এনডিপি’র ব্যবস্থাপক (প্রশিক্ষণ) নুরুন নাহার চৌধুরী লাকী।