আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ॥
বৃহস্পতিবার বিকেলে কাজিপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলী মহিলা লীগের যুগ্ম সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য, আলহাজ্ব ইসহাক আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-পাবনা আসনের সাবেক এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, বন ও পরিবেশ সম্পাদক এ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হাকিম প্রমূখ। উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান সহ কাজিপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ অন্যান্য আওয়ামীলীগের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সিদ্ধান্ত হয় দলের নিয়ম-শৃঙ্খলা মেনে সকল কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার আহবান জানানো হয়।