কুষ্টিয়া কুমারখালীতে অবৈধ বালু টানা গাড়ী চাপায় পথচারী নিহত হয়েছে। শুক্রবার সকালে নন্দলালপুর আখ সেন্টারের সামনে এই ঘটনা ঘটে বলে জানা যায়।
নিহত পথচারী নন্দলালপুর ইউনিয়নের মোহসীন দর্জির ছেলে মো. আনিছুর রহমান (৪২)। তিনি নিটল টাটার কুষ্টিয়া শোরুমে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী জানান, নন্দলালপুর আখ সেন্টারের সামনে দিয়ে আনিস হেঁটে বাড়িতে যাবার সময় বিপরীত দিক থেকে আসা বাটাহাম্বা চালক আহাদ আলী ও আলমের ট্রাকটরের ড্রাইভার একে অন্যকে অতিক্রম করার চেষ্টা করে। এসময় দুই গাড়ীর মাঝখানে থাকা আনিসকে বাটাহাম্বা চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, বালি টানা গাড়ী চাপায় পথচারী নিহত হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে তবে ঘটনাস্থল থেকে গাড়ি জব্দ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।