কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজান গ্রাম ইউনিয়নের সোনাইডাংগা গ্রামে মনিরুল ইসলাম ৪০ পিতা মৃত্য রেজাউল শেখের বসত বাড়িতে গতকাল বিকেল আনুমানিক ৫ দিকে পূর্ব শত্রুতার জের ধরে ঘরে আগুন লাগিয়ে দেবায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভূগী মনিরুল ইসলাম।২০০৪ সাল থেকে জমি জমা নিয়ে এই দন্ড শুরু হয়ছে বলে মনিরুল ইসলাম এই অভিযোগ দায়ের করেন।নিজের জমি পাশের বাড়ির সিরাজুল ইসলাম ৫৫ পিতা মৃত্য জব্বার শেখ, জামিরুল ইসলাম, ৩০ পিতা সিরাজুল ইসলাম, জামেলা খাতুন ৫০ স্বামী সিরাজুল ইসলাম,পারভীন ২৫ স্বামী জামিরুল ইসলাম তারা জোর পূবর্ক জমি দখলের চেষ্টা করে আসছেন।এই বিষয়ে অনেকবার গ্রাম্য প্রধান সহ সকলে আমিন এনে সমস্যা সমাধানের চেষ্টা করেন কিন্তু বিবাদী পক্ষ তাদের কথা অমান্য করে দিনের পর দিন ভুক্তভোগী মনিরুল ইসলামের বাড়ি ঘরের উপর অন্যায় ভাবে জুলুম অত্যাচার শুরু করেন।মনিরুল ইসলাম এর স্ত্রী রেখা খাতুন সাংবাদিকদের জানায় যে গতকাল বিকেল ৫ টার দিকে ঘরের পাশের খরের স্থুপে জামিলা খাতুন নিজ হাতে আগুন লাগিয়ে দেন।তিনি আরো বলেন যে জামিলা খাতুনের পূর্ব পরিকল্পনা আমার ঘর বাড়ি আগুনে পুরিয়ে আমাকে নিশ্ব করে আমার বসত বাড়ির জায়গা দখল করবে।কিন্তু পরে আগুনের দোহন টের পেয়ে আমি হৈ,চৈ শরু করলে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিয়ত্রনে আনে।এবং আমার স্বামী মনিরুল ইসলাম সাথে সাথে ৯৯৯ কল দিয়ে ইবি থানার সাহায্য সহযোগিতা গ্রহন করেন।কিছুক্ষন পর ইবি থানার এস,আই শাখায়েত ও এ, এস আই তরিকুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন।মুঠোফোনে ইবি থানার এ,এস আই তরিকুল ইসলাম এর সাথে এই বিষয়ে কথা বললে তিনি সাংবাদিকদেরকে জানায় এই বিষয়ে আমরা খোজ খবর নিয়ে সুষ্ট তদন্ত সাপেক্ষে মামলা দায়ের করব।