: সাফল্যের ৩৩ বছর পার করলো সূবর্না এগ্রো ফুড। বেকারত্ব দুরিকরনে অনন্য এক প্রতিষ্ঠান হিসেবে সকলেরও কাছে সমাদৃত। দেশের করোনাকালীন সময়ে বিনামুল্যে হত দরিদ্রদের মাঝে নিরবে চাল বিতরনের মাধ্যমে এলাকায় সকলের আস্থার প্রতিক এই এগ্রো ফুডের মালিক। মানুষের প্রতি যেমন ভালবাসা তেমনিভাবে ভালবাসা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতিও।
দেশের ২য় বৃহত্ত এই চাউল রপ্তানীতে প্রসিদ্ধ খাজানগরে এই প্রতিষ্ঠানের দেশ ব্যাপী ব্যাপক সুনাম রয়েছে। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সাথে নিয়ে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে গতকাল সুবর্ণা এগ্রো ফুডের ৩৩ বর্ষপূর্তি ও গ্রাহক মিলনায়তন অনুষ্ঠান উদযাপিত হয়েছে। সকাল থেকে শুর“ করে দুপুর পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির অঅয়োজন করা হয়। দুপুরে আগত সকল অতিথিদের মাঝে রাজকীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিলো চোখে পড়ার মত। প্রতিষ্ঠানের মালিক মোঃ জিন্নাহর আয়োজনে মুগ্ধ হয়েছেন অতিথীরা। প্রায় অর্ধলক্ষ মানুষের সমাগামে মুখরিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আলী জিন্নাহ। তিনি বলেন, আমি সব সময় সরকারের আদেশ নির্দেশ মেনে চলেছি। আমার শ্রমিকদের কখনও শ্রমিক ভাবি নাই। নিজের পরিবারের সদস্য ভেবে সব সময় পাশে থেকেছি। চাউলের বাজার নিয়ে নানা সমালোচনা থাকলে আমি চালের দাম কম করে রেখেছি। সাধারন মানুষের ক্রয় সীমার মধ্যে সরকার নির্ধারিত মুল্যেই বিক্রি করে আসছি। আমার ৩৩ বছরের সাফল্যের কৃতিত্ব আমার মিলে কাজ করা সকল ভাইদের। এ সময? উপস্থিত ছিলেন স্থানীয? গণ্য মান্য নেতৃবৃন্দরা।