কুষ্টিয়া খোকসায় শ্লালীনতাহীনতার অভিযোগে একজনকে ৪ মাসের জেল দেওয়া হয়েছে। ঘটনা স্থলে গিয়ে জানা যায় খোকসা ইউনিয়নে হেলালপুর মধ্য পাড়া গ্রামে মোঃ নাজিমুদ্দিন শেখ এর ছেলে মোঃ ইয়ারুল শেখ কে দন্ড বিধি -৫০৯ ধারায় ৪ মাসের জেল দেওয়া হয়েছে। আজ বিকাল ৪ ঘটিকার সময় খোকসা উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) মোঃ জনাব ইসহাক আলী ও খোকসা থানার এস আই মোজাম্মেল এস আই ইসমাইল হোসেন এবং এ এস আই নাহিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়।