ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ২০২০-২০২১, কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভেড়ামারা উপজেলার মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার – ফারুক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার মধ্যে পর পর তিনবার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের সফল ও জননন্দিত চেয়ারম্যান ও চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাফিজ তপন, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হক সহ সাঁতারে প্রশিক্ষণে অংশগ্রহণকৃত ছাত্রবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান।