অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা কুষ্টিয়া জেলার, কুমারখালী উপজেলায় জগন্নাথপুর ইউনিয়নের বেড়ে উঠছে এক অভাবনীয় প্রতিভা নাম শাহারিয়ার নাফিজ।
অত্যান্ত সুমধুর কন্ঠ ও সাবলীল ভাষায় যেকোনো মূহুর্তে জনসাধারনকে মুগ্ধ করতে পারেন তিনি। ফুটবল খেলা নিয়ে বিশ্লেষণ করার দক্ষতায় ও রয়েছে বেশ।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর
ইউনিয়নের পদ্মার কোল ঘেঁষে গড়ে ওঠা, হাসিমপুর
পল্লী গ্রামের ছেলে নাফিজ। কুমারখালীতে তিনি, নাফিজ হিসেবে পরিচিত লাভ করেছেন ।পড়াশুনার পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের সামজিক, সাংস্কৃতিক, কাজ করেন ।
হাসিমপুর পাবলিক লাইব্রেরি তে নিয়মিত ফুট বল খেলার অনুশীলন করেন নাফিজ ।২০২০ সালে স্হানীয়, কুমারখালী উপজেলার হাসিমপুর পাবলিক লাইব্রেরি সেরা ফুটবল একাদশে খেলার সুযোগ পায় নাফিজ ।
হাসিমপুর মাধ্যামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজগর আলীর সহযোগিতার প্রথম কোন প্রতিষ্ঠানিক ফুটবল এর অনুশীলনের সুযোগ পান নাফিজ। পরবর্তী তে সহপাঠী,পারভেজ, রাব্বি ,স্বাধীন, শিমুল,রাফিন, জয়,ও রনির অনুপ্রেরণা ফুটবল বিশেষজ্ঞ হবার সাহস পায় নাফিজ ।নাফিজের ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রতিভায় মুগ্ধ স্হানীয় এলাকা বাসী।নাফিজের সপ্ন ও প্রতিভায় মুগ্ধ হয়ে তার ফুটবল জীবনে সাহায্যর হাত বাড়ি দেন, তার
মামাতে ভাই জনি আহমেদ ।নাফিজ তার ফুটবল খেলার ক্যারিয়ারে গুরু মানেন, জনপ্রিয় জার্মানি ফুটবল খেলোয়ার আইকন ম্যানুয়েল নয়্যার কে।
অতি সাধারণ পরিবারের ছেলেটার ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রতিভায় মুগ্ধ আজ কুষ্টিয়া বাসী সহ তার পরিবার ও এলাকা বাসী।বাংলাদেশ ফুটবল জগতে নিজের চিন্তা ধারা দিয়ে,ফুটবল এর মাধ্যমে , নতুন কিছু করে প্রকাশিত হতে শাহারিয়ার নাফিজ ।
অনেক অনেক শুভকামনা রইলো এই উদীয়মান প্রতিভাময় বালকের জন্য ।তৈরি হও এগিয়ে যাও স্বপ্নযাত্রার লক্ষ্য ,
শুভকামনা রইলো আগামী দিনের পথচলায় শাহারিয়ার নাফিজ ,,