কুষ্টিয়ার এক ব্যাংক কর্মকর্তার গত ৪এপ্রিল তার নিজ বাড়ি খোর্দ্দ আইলচারা হতে আইলচারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথিমধ্যে অজ্ঞাতস্থানে তার ব্যবহৃত Huawei মোবাইল সেট হারিয়ে যাওয়ার বিষয়টি কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করার আবেদন করেন।প্রেক্ষিতে বিষয়টি কুষ্টিয়া মডেল থানার সাধারণ ডায়েরীভুক্ত করা হয় যার নং- ২২৮ তারিখ ৫/৯/২০২০। খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়ার নির্দেশে ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার ইন্সপেক্টর এসএম আশরাফুল আলম সংগীয় ফোর্সসহ খোর্দ্দ আইলচারা এলাকা থেকে ঐদিনই সন্ধ্যা সাড়ে ৭টায় উদ্ধার করা হয় এবং একই তারিখ এসআই মোঃ কায়েস মিয়া কুষ্টিয়া মডেল থানা এলাকা হতে একটি OPPO মোবাইলটি উদ্ধার করেন।অতঃপর অদ্য আজ ৫ এপ্রিল ১২ টার সময় পুলিশ সুপার উদ্ধারকৃত মোবাইল সেট দুটি প্রকৃত মালিকদ্বয়ের নিকট হস্তান্তর করেন। পুলিশ সুপারের সদিচ্ছায় মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ায় জিডি’র বাদীদ্বয় পুলিশ সুপার এবং জেলা পুলিশ, কুষ্টিয়া’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।