নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ফাওড়া গ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় দুই মহিলাকে মারধর ও পিঠিয়ে গুরুত্বর আহত করে। এ,ঘটনায় হাফেজ জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত শনিবার রাতে চাটখিল থানায় ৫জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সুএে জানা যায়, ফাওড়া গ্রামের হাজী বাড়ির সুলতান আহম্মদের ছেলে সামছু (৪০) মাদক সেবন সহ বিভিন্ন অসামাজিক কার্যকালাপের সাথে লিপ্ত রয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সামছু হাফেজ জাহাঙ্গীর আলমের বসত বিল্ডিংয়ের ছাদের উপর মাদক সেবন করা কালে জাহাঙ্গীর আলমের স্ত্রী নাজমা বেগম লিপি (৪০) ও তার কন্যা হাবিবা আক্তার (১৮) বাধা দিলে সামছু ক্ষিপ্ত হয়ে তাদেরকে মারধর করে। এই সময়ে সামছুর বাবাসহ পরিবারের ৪/৫জন এসে নাজমা বেগম লিপি ও হাবিবা কে বেদম মারধর করে গুরুত্বর জখম করে। আহত দুই নারীর শৌরচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে এবং এই ব্যাপারে কোথায়ও অভিযোগ করলে প্রাণনাশের হুমকি দেয় বলে জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
চাটখিল থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন ঘটনা তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।