কুষ্টিয়ার ছেলে Dfc Sobuj, বহুমুখী প্রতিভার অধিকারী । কুষ্টিয়া জেলায়, কুমারখালী উপজেলায় দয়রামপুরে গ্রামে
জম্নগ্রহণ করেন তিনি। সবুজ ছাএ জীবন থেকেই
পড়াশোনার পাশাপাশি ফ্রেট গ্রাফী পছন্দ করতে । ছোট বেলা থেকেই ক্যামেরা কে সঙ্গী করে দিন কাটে সবুজের । প্রাকৃতিক নানা দৃশ্য, মনের আনন্দ এ ভিডিও করতে দেখা যায় সবুজ কে। ধীরে ধীরে সবুজের ভিডিও ধারণ করা হয়ে য়ায় নেশা।
স্বপ্ন দেখতে শুরু করেন নতুন কিছু করবেন। ইউটিউব বিভিন্ন ভিডিও দেখে সবুজ সময় কাটাতে। এমন অবস্থায়
সবুজ চিন্তা করে,
নিজের একটা ইউটিউব চ্যানেল খুলবে, পছন্দের সেই ফ্রেট গ্রাফী কে পেশা হিসেবে নিতে চাই
সবুজ।
Shadow নামে নিজের ব্যক্তিগত একটি ইউটিউব চ্যানেলে খুলে
সবুজ। ইউটিউব এ ভিডিও আপলোড দেওয়ার আগে Edit একটি মূখ্য বিষয়।
এ বিষয়ে অনেকের জানার আগ্রহ এর শেষ নেই । সবুজ ভালো ভাবেই রপ্ত করে ইউটিউব ভিডিও edit।
সবুজ, ইউটিউবের ভিডিও editor পরামর্শ মূলক আপলোড করে ।
সবুজ ইউটিউব তার কাজের বেশ সাড়া পায়।
দক্ষ ইউটিউব কন্টেন্ট তৈরি সহ editor পরামর্শ মূলক, ভিডিও আপলোড তার প্রতি টা
ভিডিও ভাইরাল হতে শুরু করে ।
সবুজ এখন ইউটিউব এ ভিডিও editor পরামর্শ হিসেবে বেশ পরিচিত লাভ করেছেন।
অনেক অনেক শুভকামনা রইলো,,,
সবুজের জন্য
শুভ হোক আগামী দিনের পথচলা,,,