নীলফামারীর মেয়ে মুবাশশিরা তাসনিম মৌমিতা, বহুমুখী প্রতিফার অধিকারী।
মুবাশশিরা তাসনিম মৌমিতা ২৪ জুলাই ২০০৩ সালে নীলফামারী জেলায় জম্নগ্রহণ করে। পিতা মো. গোলাম মতু`জা ও মাতা ফারজানা জেসমিন আহমেদের জৌষ্ঠ কন্যা মৌমিতা। মৌমিতার ছোট বোন মুসাররাত তাসনিম মৌটুসী পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত।
বত`মানে মৌমিতা ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষাথী।
পড়াশোনার পাশাপাশি মৌমিতা বিতর্ক প্রতিয়োগিতা , উপস্থিত বক্তৃতা, কবিতা লিখা ইত্যাদি নানামুখী প্রতিভার সাক্ষ্য রেখে চলেছে ।
ছোট বেলা থেকেই তার শখ, বই পড়া ও লেখালেখি করা। মৌমিতা প্রতিদনই নতুন নতুন বই পড়তে ভালোবাসে।
৭ ম শ্রেণিতে থাকাবস্হায় একুশে গ্রন্হমেলায় মৌমিতার প্রথম বই প্রকাশিত হয়, তার প্রকাশিত বই এর মধ্যে রয়েছে – হরেক রকম ছড়া, বাংলা মায়ের রুপ, ভাবনাগুলো ছন্দের তালে।
২০২১ সালে এবারের বই মেলাতে প্রকাশিত হয়েছে তার আরেক টি বই,নতুন বই এর নামঃ”সোনার চুড়ি”
প্রকাশকঃ-পদ্মা প্রকাশনী
বইটি পাওয়া যাচ্ছেঃ
র্যামন পাবলিশার্স
স্টল নংঃ৪৭০-৪৭১
বাংলা একাডেমি বইমেলা
সোহরাওয়ার্দী উদ্যান,ঢাকা, তে বই টি পাওয়া য়াবে ।
শুভকামনা রইলো এই তরুণী জন্য,
শুভ হোক আগামী দিনের পথচলা