কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাদপুর ইউনিয়নের নিয়ামত বাড়িয়া গ্রামে ট্রাক চাপায় সিফাত (১১) নামের একজন মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত শিক্ষার্থী কাঞ্চনপুর গ্রামের ছেলিম বিশ্বাসের ছেলে ও নিয়ামত বাড়িয়া শাহ নিয়ামত উল্লাহ মাদ্রাসার ছাত্র।
স্থানীয় সুত্রে জানাযায়, আজ ০৯/০৪/২০২১ ইং তারিখ আনুমানিক বেলা ১১.৩০ মিনিটের সময় ছাত্রটি মাদ্রাসার সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় হরিনারায়ণ পুর থেকে পান্টি বাজার গামী একটি ট্রাক ছেলেটি চাপা দিলে ছেলেটি জায়গায় মৃত্যু বরন করেন।
পরে ঘাতক ট্রাকের ড্রাইভার লালন ও হেলপার কাশেম ট্রাকটি নিয়ন্ত্রণহীন ও বেপরোয়া ভাবে চালিয়ে পান্টি বাজারে ঢুকে একটি পাখীভ্যান ও দুইটা ইজিবাইকের সাথে ধাক্কা দিলে সাধারণ মানুষ ট্রাকটিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এব্যাপারে পান্টি পুলিশ ফাড়ীর ইনচার্জ আতিকের কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাকসহ ড্রাইভার, হেলপার আমাদের হেফাজতে আছে। নিহত লাশটির সুরতহাল শেষে পোষ্ট-মর্ডানে পাঠানো হয়েছে ।