নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবের ২ দশক পূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বেলা ১২টায় সোনাইমুড়ী কলেজ রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে প্রথমে প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক নাজিমের সভাপতিত্বে সাধারণ স¤পাদক মনিরুল ইসলাম ফয়সালের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সোনাইমুড়ী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম শিকদার, সোনাইমুড়ী প্রেসক্লাবের সাবেক সদস্য ও বৃহত্তম প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আমিনুল ইসলাম মানিক, উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ স¤পাদক মাকসুদ আলম। আলোচনায় বক্তাগণ বলেন, বিগত ২০০১ সালে সোনাইমুড়ী প্রেসক্লাবটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে স্থানীয় সাংবাদিকরা উপজেলার সমস্যা ও সম্ভাবনার নানা দিক সংবাদ মাধ্যমে তুলে এনে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে। এসময় সাংবাদিকদের উপর নানা প্রকার নির্যাতন, জুলুম হয়েছে। সকল প্রতিকূলতা অতিক্রম করে আজ সোনাইমুড়ী প্রেসক্লাব ২ দশক পূর্তি উদযাপন করছে। করোনা মহামারির দূর্যোগকালীন সময়ে সোনাইমুড়ী প্রেসক্লাবের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ডে দিনরাত কাজ করছে। বক্তাগণ আরও বলেন, সাংবাদিকদের এসব প্রশংসনীয় কর্মকান্ড ২/১ জন অপসাংবাদিকের কারণে ¤¬ান হতে পারেনা। এসময় উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মাহবুবুল হাসান, জুয়েল রানা, সুমন ভুঁইয়া, ইমরান মির্জা ও জুয়েল প্রমুখ।