নোয়াখালীর সোনাইমুড়ীতে নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেছে বলে দুই বখাটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত বখাটেরা হলো উপজেলার জয়াগ ইউনিয়নের তুষী গ্রামের চৌধুরী মিয়ার ছেলে শাকিল এবং আনন্দীপুর গ্রামের রিয়াজ উদ্দিন মিজি বাড়ির হেদায়েত উল্যার ছেলে কামরুল।
সরেজমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে স্কুল শিক্ষার্থী বিলকিস (ছদ্মনাম) নিজ বাড়িতে অবস্থান করছিল। বখাটে শাকিল ও কামরুল পানি পান করার কথা বলে ওই বাড়িতে প্রবেশ করে। পরে ওই শিক্ষার্থীর নিকট পানির গ্লাস চায়। একলা বাড়িতে আশপাশে কাউকে না দেখতে পেয়ে এক পর্যায়ে দুই বখাটে ওই শিক্ষার্থীকে ঝাপটে ধরে এবং শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। এসময় শিক্ষার্থী চিৎকার করলে তার ছোট ভাই ঘটনাস্থলে আসলে ধর্ষণের চেষ্টাকারীরা পালিয়ে যায়।
এবিষয সোনাইমুড়ী থানায় অভিযোগের প্রস্ততি নিলে দুই বখাটের পরিবার স্থানীয় কয়েকজন মাতব্বর কে নিয়ে ভুক্তভুগী পরিবারকে অভিযোগে বাধা সৃষ্টি করে এবং বিভিন্ন হুমকি প্রদর্শন করে জোরপূর্বক সালিশ বসিয়ে বিষয়টি সমাধান দেয়।ভূক্তভোগী পরিবার অজ্ঞাত কারণে এবিষয়ে কিছু বলতে রাজি হয়নি। অভিযুক্ত শাকিলের বাবা চৗধুরী বিষয়টি অস্বীকার করে বলেন, মিথ্যো অভিযোগ দিয়ে তার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ ওসি গিয়াস উদ্দিন জানান, এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি তবে আমরা ক্ষতিয়ে দেখছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।