পটুয়াখালীর মির্জাগঞ্জ অসহায় ও শ্রমজীবী মানুষের হাতে ইফতারি তুলে দিলেন সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম রুবান।
সোমবার (১৯ এপ্রিল) বিকালে তার ব্যক্তিগত উদ্যোগে সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা সদর সুবিদখালী শহরের কোর্টপাড়া, স্টিল ব্রিজ ও কলেজ রোড এলাকায় অসহায়, ছিন্নমূল, রিক্সা চালক, অটো চালক, ফুটপাতের ও ভ্রাম্যমাণ দোকানদারদের হাতে এ ইফতারের প্যাকেট তুলে দেওয়া হয়।
এ সময় তার সাথে অত্র কলেজ শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী তরুন হাওলাদার, সাব্বির মোল্লা, সাগর হাওলাদার, জয়েন্ত ও তাওহিদ উপস্থিত ছিল।