র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পরে র্যাবের একটি চৌকষ অভিযানিক দল ২১ এপ্রিল ২০২১ ইং তারিখে সময় ১৬.৩০ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন বিলজানি বাজারে জৈনিক লোকমান হোসেনের বাংলা স্টোর দোকানের সামনের পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে ইয়াবা ট্যাবলেট ৩৬০ পিস। যাহার অনুমান (৩৬০ী৫০০)= ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা, মোবাইল ফোন-০১টি সীমর্কাড-০২টি ও নগদ ১১৫০/- টাকা সহ ০১ জন আসামী মোঃ লিটন বিশ্বাস (২৭), পিতা মোঃ তোফাজ্জেল বিশ্বাস সাং-রুপিয়াট, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার খোকসা থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়ছেে এবং গ্রেফতারকৃত আসামী’কে কুষ্টিয়া জেলার খোকসা থানায় সোর্পদ করা হয়েছে। উল্লেখ্য যে এই ধরনের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিন মাদক, অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদশে গঠনে অংশ নিন।