র্যাব-১২ কুষ্টিয়া অভিযান চালিয়ে জেলার মিরপুর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকা থেকে ১৪০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সহ ফয়সাল ও বাধন নামের ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে।
র্যাব-১২ কুষ্টিয়া জানায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ অভিযানিক দল শুক্রবার ২৩ এপ্রিল রাত ১১ টায় কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুষ্টিয়া হইতে মিরপুর গামী মহা সড়কের নওপাড়া বাজারস্থ যাত্রী ছাউনীর সামনে পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ফেন্সিডিল ১৪০ বোতল উদ্ধার করা হয়। যাহার অনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।
উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া মিরপুর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের কুষ্টিয়া জেলার মিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।