আজ ২৪ এপ্রিল ২০২১ইং বাদ এশা ছেঁউড়িয়া মোল্লার পাড়ার মসজিদুল মোকারম জামে মজিদের মরহুম দবিরউদ্দিন মোল্লার ৪৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোওয়া মাহাফিলের আয়োজন করা হয়।
উক্ত দোওয়া মাহাফিলের প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, ছেঁউড়িয়া মোল্লা পাড়ার মসজিদুল মোকারম জামে মজিদের খতিব, মাওলানা মুহাম্মদ আলী আকবার সাহেব, উক্ত দোওয়া মাহাফিলের সভাপতিত্ব করেন, ছেঁউড়িয়া মোল্লার পাড়ার মসজিদুল মোকারম জামে মজিদের সভাপতি, মরহুম দবিরউদ্দিন মোল্লার ছেলে বিশিষ্ট সমাজ সেবক, আলতাফ হোসেন মোল্লাহ, পরিচালনায় ছিলেন, মরহুম দবিরউদ্দিন মোল্লার ছেলে ডাক্তার শামছুল আলম,
উক্ত দোওয়া মাহাফিলের সার্বিক সহযোগীতায় ছিলেন, মরহুম দবিরউদ্দিন মোল্লার নাতি ছেলে দৈনিক লাখোকন্ঠ পত্রিকার ও পানকৌড়ি নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধির সামরুজ্জামান (সামুন)
উল্লেখ্য; দবিরউদ্দিন মোল্লার ২৪ এপ্রিল ১৯৭৩ সালে মৃত্যুবরণ করেন।