সেবক হয়ে গড়বো দেশ শেখ হাসিনার নির্দেশ” মাননীয় প্রধানমন্ত্রীর এমনি নির্দেশনায় করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকাডাউনের কারণে কুষ্টিয়ায় কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে এসে দাঁড়ালেন কুষ্টিয়ার নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুণ।
(২৫এপ্রিল রবিবার ) বিকেলে কুষ্টিয়ার নাগরিক পরিষদের
সভাপতি সাইফুদ দৌলা তরুণ নিজ উদ্যোগে কাটাইখানা মোড়ে থাকা অসহায় দরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ দৌলা তরুণ বলেন,মহামারি এই করোনার প্রকোপ যেহারে বাড়ছে এতে সব থেকে বেশি অসহায় হয়ে পড়েছে নিন্ম আয়ের মানুষেরা। আমি সব সময় একটি বিষয় লক্ষ করেছি রোড যে সব মানুষেরা থাকে তারা অনেক কষ্টে দিন কাটায়। আমি সব সময় চেষ্টা করে যাই এদের পাশে দাঁড়ানোর। শুধু এই মানুষদের পাশে নয় আমি সমাজের যে কোন অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
তিনি আরো বলেন আমি প্রতিটি সময় কুষ্টিয়া শহরের অসহায়দের সেবায় নিয়োজিত থাকি। আজ আমি এসেছি তাদের মাঝে কিছু ইফতার সামগ্রী দিতে। আমি যানি তারা হয়তো আমাদের মতো এতো ভালো ভালো জিনিস দিয়ে ইফতার কখনো করেনা। তাই আজ নিজের উদ্যোগে তাদের একটু ভালো কিছু দেবার চেষ্টায় এখানে আসা। আমি চেষ্টা করে যাবে অসহায়দের পাশে থাকার।