কুষ্টিয়ার সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল ও সংগঠনের সদস্যদের মাঝে উপহার প্রদান করা হয়েছে।
গতকাল কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির কাঙাল হরিনাথ মিলনায়তনে উক্ত ইফতার মাহফিল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। অনুষ্ঠানে প্রত্যয় যুব সংঘের সভাপতি তরুন মিডিয়া ব্যাক্তিত এস এম সুমনের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উইমেন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আফরোজা আক্তার ডিউ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার সম্পাদক বিএম বেলাল, সদস্য রুবেল রানা, কুষ্টিয়া প্রত্যয় যুব সংঘের কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার রাব্বি, সাংবাদিক আরিয়ান সাকিব, শাহরিয়ার লাবিব, সাবিত আহমেদ, মিত্তিক হোসন, ফারদিন আহমেদ, মোস্তাফিজুর রহমান পলাশ মেহরান হাসান সুমন, কাউসার মাহমুদ, সম্রাট ইসলাম, জিম আহমেদ, চন্চল হোসন সহ অন্যান্য সদস্যবৃন্দ । উক্ত ইফতার মাহফিলে দোয়াঁ কামনা করে মোনাজাত করেন দৈনিক আজাদীর কণ্ঠের প্রকাশক ও সম্পাদক মাওলানা সাইফুদ্দিন আল আজাদী। ইফতার মাহফিল শেষে প্রত্যয় যুব সংঘের সকল সদস্যদের মাঝে সংগঠনের পক্ষ থেকে লোগো সম্বলিত গেন্জি উপহার স্বরূপ তুলে দেন অতিথিবৃন্দ।