আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ সিরাজগঞ্জ সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুুুুন্না’র নির্দেশনায় – সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান , দানবীর, আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম এর নিজস্ব অর্থায়নে- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ও করোনা মোকাবিলায় সয়দাবাদ ইউনিয়নের হাজার-হাজার গরীব, দুঃস্থ, অসহায়, কর্মহীন, নারী-পুুুরুষদের মাঝে শাড়ী কাপড়, লুুঙ্গী ,পাঞ্জাবী, নগদ অর্থ, চাউল সহ ঈদ উপহার রমজানের প্রথম থেকেই বিতরণ করে আসছেন ।
এর ধারা বাহিকতায় বৃহস্প্রতিবার ( ৬ মে -২০২১) সকালে সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা পূর্ব ও পশ্চিম বাঐতারা, চরসয়দাবাদ, পূূর্ব মোহনপুর, পূূূর্ণবাসন,খাস শিমুল, আড়াইপ্লট এলাকার
৮৪০ জন গরীব ও অসহায় নারীদের মাঝে শাড়ী কাপড় বিতরণ করেন। এবং পুুুরুষ মাঝে লুঙ্গি, পাঞ্জাবি, অর্থ বিতরণ করবেন , নিজ হাতে ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম। এ সব ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরন কার্যক্রম অব্যাহত রেখেছেন।
এ সময় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে মাস্ক পরতে হবে, ঘন ঘন সাবান দিয়ে হাত ধুতে হবে। স্বাস্হ্যবিধি মেনে চলার আহবান জানান। ঈদ উপহার বিতরন কালে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সোহাগ ইসলাম পথিক,
সয়দাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক স্বাধীন সুজন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহাগ, অর্থসম্পাদক সবুজ তালুকদার প্রমুখ।