আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার নলকা, পাঙ্গাসী ও ব্রহ্মগাছা ইউনিয়নের হতদরিদ্র ১৫’শ পরিবারের মাঝে মানবিক সহায়তা (জিআর) প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ মে ২০২১ইং) সকালে রায়গঞ্জ উপজেলার নলকা, পাঙ্গাসী ও ব্রহ্মগাছা ইউনিয়নে ১৫’শ পরিবারের মাঝে ৫’শ টাকা করে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
রায়গঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী বলেন, ঈদ উপলক্ষে ও করোনাকালে উপজেলার প্রত্যেক ইউনিয়নে ৫’শ পরিবারের মাঝে জিআর প্রদান করা হয়েছে।
মানবিক সহায়তা প্রদানকালে নলকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর জব্বার সরকার, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা লোকমান হোসেন, ইউপি সচিব আরিফুল ইসলাম, পাঙ্গাসী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, সচিব রেজাউল করিম, ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ছরওয়ার লিটন সচিব হাফিজুর রহমান সহ ইউপি সদস্য, ইউপি সদস্যা, ট্যাগ অফিসার, সহকারী ট্যাগ অফিসারগণ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।